প্রতিবন্ধী আলিয়া বেগমের বিয়ে হয় ১৯৯১ সালে। দাদা কিছু জমি দিয়ে এলাকার একজন কর্মঠ ছেলের সাথে বিয়ের ব্যাবস্থা করেন। ৫ ছেলে মেয়ে আল্লাহর রহমতে এখন। আলহামদুলিল্লাহ স্ত্রী প্রতিবন্ধী হওয়ার কারণে স্বামী প্রায় সব সময় উনার খেদমতে নিয়োজিত থাকেন। গোসল , টয়লেট, খাওয়া দাওয়া কোন কিছুই আরেকজনের সহযোগিতা ছাড়া করতে পারেন না তিনি। ঠিকমত উঠে দাঁড়াতে পারেন না। কোন কিছুর সাথে ভর দিয়েও বেশি সময় দাড়িয়ে থাকতে অসুবিধা হয়, তার উপর শারীরিক অনান্য সমস্যা। আল্লাহ রহম করুন।DFG একটা বাছুর দেয়ার মাধ্যমে উনাকে সহযোগিতা করার চেষ্টা করেছে। আল্লাহ তায়ালা কবুল করুন এবং উনাদেরকে সাবলম্বী করূন। আমিন।