যাকাত ১১ – মোছা:নাসিমা

ঠাকুরগাঁও সদরের গড়েয়া ইউনিয়নের মুরগিপাড়া গ্রাম

ঠাকুরগাঁও সদরের গড়েয়া ইউনিয়নের মুরগিপাড়া গ্রামের দরিদ্র দিনমজুর জাকিরুল ইসলাম।জাকিরুল ইসলামের পরিবারের সদস্য সংখ্যা চারজন।কিছুদিন আগে জাকিরুল ইসলাম ঋণ করে টাকা নিয়ে ছোট একটি মুরগির ব্যবসা শুরু করে।কিন্তু ব্যবসায় লাভ করতে না পেরে তিনি সর্বস্বান্ত হয়ে যান।ছেলে-মেয়ের পড়াশোনার খরচ,সংসার চালানো এবং ঋণের বোঝা সব এখন তার একার কাঁধে।সামান্য থাকার দুটি ঘর ছাড়া তার আর সহায়সম্বল বলতে কিছুই নেই।বর্তবানে জাকিরুল ইসলাম দিনমজুরের কাজ করে সংসার খরচ চালাচ্ছে। এদিকে ঋণের বোঝা দিন দিন বেড়েই চলেছে।এই অবস্থায় জাকিরুল ইসলামের অবস্থা দিশাহারা। জাকিরুল ইসলামের স্ত্রী মোছা:নাসিমা সেলাইয়ের কাজ জানে। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারণে সেলাইমেশিন কেনার সামর্থ্য তাদের নেই। এই জন্য #DonateForGood একটি সেলাইমেশিন নাসিমাকে দিচ্ছে যাতে করে এই পরিবারটি ইনশাআল্লাহ স্বনির্ভর হয়ে হালাল রোজি রোজগারের মাধ্যমে জীবন যাপন করতে পারে । আল্লাহ তায়ালা কবুল করুন এবং আরো বেশি করে করার তৌফিক দান করুন। আমিন।