মরিয়মের স্বামী মারা গেছে তিন বছর আগে।এখন সংসারের সমস্ত দায় দায়িত্ব মরিয়মের মাথার উপর।তার ঘরে অসুস্থ দুর্বল এক ছেলে,বৌমা ও দুই নাতনি সহ মোট পাঁচ জন সদস্য। ছেলের কাজ করার কোনো ক্ষমতা নাই।মরিয়ম কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় মাটি কাটার কাজ করে।এ পরিবারটিকে বলতে গেলে অর্ধাহারেই দিন কাটাতে হয়।দুইটি বাশের বেড়া দেওয়া ঘর ছাড়া মরিয়মের আর কিছুই নেই।মরিয়মের বয়স প্রায় সত্তর বছর।এই সত্তর বছর বসয়ে তার নানা রকম রোগ ব্যাধি দেখা দিয়েছে।ষাটোর্ধ বয়সে এসে মাটি কাটার মতো কঠিন কাজ করছে বাঁচার তাগিদে। DFG এর পক্ষ থেকে আমরা দুটো ছাগল কিনে দিয়েছি যাতে করে আগামী দিনে পরিবারটিকে পশু পালনের মাধ্যমে সাবলম্বী হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা বরকত দিন এবং আমাদের প্রচেষ্টাকে কবুল করুন।