যাকাত ১৫ – মোছাঃ রহিমা

ঠাকুরগাঁও সদরের গড়েয়া গোপালপুর গ্রাম

ঠাকুরগাঁও সদরের গড়েয়া গোপালপুর গ্রামে বসবাসরত এক হতদরিদ্র বিধবা রহিমা।তার একটি মাত্র ছেলে কিন্তু এই ছেলে সাত-আট বছর হয় বউ-বাচ্চা নিয়ে ঢাকায় চলে যায়।গ্রামে তো আসেই না, এমনি কি মায়ের খোজ খবরও নেয় না।এই বিধবা বৃদ্ধা মহিলা অনেক চেষ্টা করেও তার ছেলের সাথে কোনোরকম যোগাযোগ করতে পারেনি।তার ছেলের কথা এই মহিলাকে জিজ্ঞেস করলে বলে, “আমার ছেলে তার সংসারই চালাতে পারে না আর আমাকে কি দেখবে।” বয়স বেশি হওয়ার কারনে মানুষ তাকে কাজও দিতে চায় না।এখন মানুষর সাহায্যের উপরই নির্ভর করে তার জীবন চলে।সহায় সম্বলহীন এই বিধবা মানুষের দ্বারে দ্বারে সাহায্যের জন্য হাত পাতে।তার শারীরিক অবস্থারও দিন দিন অবনতি হচ্ছে। উনি যাতে করে সাবলম্বী হতে পারেন এই উদ্দেশ্যে DFG উনাকে ছাগল পালনের ব্যাবস্থা করে দিয়েছে।‌ আল্লাহ তায়ালা কবুল করুন।