জেসমিন এর বাড়ি মূলত কক্সবাজার এর প্রত্যন্ত চরে, সে রামদাস গ্রামের সরকার পাড়ার মমিনকে বিয়ে করে নিজের সব কিছু ছেড়ে চলে আসে কুড়িগ্রামে কয়েক বছর আগে ।
তার স্বামী এখন কোন ধরনের ভরন পোষণ না দেয়ায় সে মানুষের দ্বারে দ্বারে ঘুরে, মানুষের বাড়িতে বুয়ার কাজ করে তার এক সন্তানকে অতি কষ্টে লালন করছে।
এখন শেলাই মেশিনের মাধ্যমে আল্লাহর রহমতে তার জীবন জীবিকার একটা সুন্দর উৎস খুঁজে পাবেন। আল্লাহ তায়ালা আমাদের পক্ষ থেকে কবুল করুন এবং তার রোজী রোজগারে বরকত দিন। আমিন।