যাকাত ২৩ – চম্পা বেগম

উলিপুর, কুড়িগ্রাম

একজন শিক্ষিত নারী দরিদ্র পরিবারের চম্পা, অনেক কষ্টে সে লেখাপড়া করেছে। বিয়ের কয়েক বছরের মধ্যে তার স্বামী তাকে ডিভোর্স দেয়, তারপর থেকেই গ্রামে মানুষের বাড়ি বাড়ি ছোট বাচ্চাদের টিউশনি করে সে চলত।

দুই বছর ধরে লকডাউন এর কারণে সে বেকার হয়ে যায়, স্কুল গুলো বন্ধ থাকায় তার টিউশনি গুলো বন্ধ হয়ে যায়। আলহামদুলিল্লাহ ডোনেট ফর গুড পক্ষ থেকে তাকে দুটি ছাগল প্রদান করা হয়েছে। আশা করছি ইনশাআল্লাহ উনি সাবলম্বী হয়ে উঠবেন শীঘ্রই।