মোকলেসনা বেগম বিয়ের অল্প সময়ের মধ্যে স্বামীকে হারান। স্বামীর মৃত্যুর পর থেকে একমাত্র মেয়ে ও বৃদ্ধা শাশুড়িকে নিয়ে খুব কষ্টে জীবনযাপন করছেন।
এখনও অন্যের বাড়িতে কাজ করে বৃদ্ধা শাশুড়ি ও একমাত্র মেয়ের ভরণপোষণ যোগাচ্ছেন। আলহামদুলিল্লাহ ডোনেট ফর গুড এর যাকাত ফান্ড থেকে তাকে দুটি ছাগল প্রদান করা হয়েছে।