যাকাত ৩১ – মোছাঃ রত্না।

৯ নং ওয়ার্ড, ১ নং চেহেলগাজী ইউনিয়ন, দিনাজপুর সদর , দিনাজপুর।

দিনাজপুর সদর ১ নং চেহেলগাজী ইউনিয়ন, ৯ নং ওয়ার্ড, কাটাপাড়া গ্রামের দরিদ্র রিক্সা চালক রমজান আলীর পরিবারের সদস্য সংখ্যা ছয় জন।

তার ছয় সদস্যের পরিবারের তিনি একাই একজন উপার্জন কারি। তিন সত্নানের লেখাপড়ার খরচ ও সংসার চালানো সব তার একার কাঁধে। এমনকি তার নিজের কোন বাসস্থান নেই, থাকেন অন্যর জমিতে।

তার বড় মেয়ে মোছাঃ রত্না সেলাইের কাজ জানে। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারনে সেলাই মেশিন কেনা তার পক্ষে সম্ভব নয়। এজন্য রত্নাকে আমরা একটি সেলাইমেশিন কিনে দিয়েছি যাতে করে সে যথেষ্ট পরিমান অর্থ উপার্জন করে তার পরিবারকে সাহায্য করতে পারে। আল্লাহ তায়ালা আমাদের পক্ষ থেকে কবুল করুন এবং আরো বেশি করে করার তৌফিক দান করুন। আমিন।