যাকাত ৩৪ – সেজান মাহমুদ

গড়েয়া, ঠাকুরগাঁও।

গড়েয়া বাজারে তার একটি ঔষধের দোকান আছে। তিন বছর আগে সে ঋণে জর্জরিত হয়ে দোকান ছেড়ে ঢাকা চলে আসে এবং লাজ ফার্মাতে সেলসম্যানের কাজ করে কিছু ঋণ শোধ করে।

কিছু দিন আগে তার মা মারা যায়, তাই তার দুই সন্তান ও স্ত্রী কে রেখে আর ঢাকায় থাকা সম্ভব নয়। সে আবার দোকান টি চালু করেছে যাতে করে পরিবারের দেখা শুনা করতে পারে।

দোকান চালানোর জন্য তার যথেষ্ট পরিমাণ পূঁজি নেই তার উপর আবার ঋণের বোঝা। আমরা চেষ্টা করেছি কিছু পূঁজি দিয়ে সহায়তা করার। আল্লাহ তাআলা কবুল করুন এবং আরো বেশি করে করার তৌফিক দান করুন।