যাকাত ১০ – পারভিন

ঠাকুরগাঁও সদরের গড়েয়া গোপালপুর গ্রাম

ঠাকুরগাঁও সদরের গড়েয়া গোপালপুর গ্রামে বসবাস করে হাবিবুর। বৃদ্ধ বাবা-মা,তিন সন্তান সহ পরিবারের সদস্য সংখ্যা মোট সাত জন।হাবিবুর বিভিন্ন রকম দিন মজুরের কাজ করে সংসারের খরচ চালায়।বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে তার সংসার চালানো কঠিন হয়ে দাড়িছে। তার উপর বৃদ্ধ বাবা মায়ের নানা রকম রোগব্যাধি।কিন্তু অর্থাভাবে তাদের চিকিৎসা চালানো সম্ভবপর নয়।অর্থাভাবে তার ছেলে মেয়েদের পড়াশোনা পর্যন্ত বন্ধ হয়ে গেছে।হাবিবুরের ছোট মেয়ে পারভিন সেলাইয়ের কাজ জানে কিন্তু নিজের কোনো সেলাইমেশিন না থাকায় সে অন্যের সেলাইমেশিনে কাজ করে তার পরিবারকে সাহায্য করে।কিন্তু সেখান থেকে যা আয় হয় তা তার পরিবারের জন্য যথেষ্ট নয়।পারভিনকে এজন্য #DonateForGood এর পক্ষ থেকে একটি সেলাইমেশিন দেয়া হল যাতে করে অর্থ উপার্জন করে তার পরিবারকে সাহায্য করতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা কবুল করুন এবং আরো বেশি করে করার তৌফিক দান করুন। আমিন।