যাকাত ৯ – রুজি আক্তার

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার চেংঠি হাজারাডাঙ্গা ইউনিয়নের দন্ডপাল গ্রামের

নামঃ রুজি আক্তারঠিকানাঃ পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার চেংঠি হাজারাডাঙ্গা ইউনিয়নের দন্ডপাল গ্রামেরপঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার চেংঠি হাজারাডাঙ্গা ইউনিয়নের দন্ডপাল গ্রামের অসহায় বিধবা নারী রুজি আক্তার।প্রায় তিন বছর যাবৎ ক্যান্সারে তার স্বামী মারা যায়।বর্তমানে তার পরিবারের সদস্য সংখ্যা তিনজন।তার স্বামী ছিল পরিবারের একমাত্র কর্মক্ষম সদস্য।রুজি আক্তারের স্বামি মারা যাওয়ার পর এক ছেলে ও এক মেয়ে নিয়ে তার পরিবার।তার ছেলে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে।ছেলেটি টিউশন করে তার পড়াশোনার খরচ চালাতো কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির কারনে সেটিও বন্ধ। তার মেয়ে পড়াশোনা করে নবম শ্রেনীতে।শুধু থাকার জায়গা ছাড়া আর কোনো জমিজমাও নেই তাদের।বিধবা ভাতা ও অন্যের সাহায্যের উপর নির্ভর করে তাদের সংসার চলে।কিন্তু বর্তমান সময়ে নানা কারনে তাদের অবস্থা করুন পর্যায়ে চলে গিয়েছে।দুবেলা দুমুঠো ভাতও তাদের ঠিকমতো জোটে না রুজি আক্তারের পরিবারের। এমতো অবস্থায় রুজি আক্তারের একটি কর্মসংস্থানের জন্য আমরা একটি সেলাইমেশিন উনাকে দিয়েছি।আল্লাহ তায়ালা উনার রোজী রোজগারে বরকত দিন এবং আমাদের প্রচেষ্টাকে কবুল করুন।