যাকাত ৮ – তানজিনা

পঞ্চগড় জেলার,দেবীগঞ্জ থানার,কালীগঞ্জ ইউনিয়নের,কলেজপাড়া গ্রাম

নামঃ তানজিনা ঠিকানাঃ পঞ্চগড় জেলার,দেবীগঞ্জ থানার,কালীগঞ্জ ইউনিয়নের,কলেজপাড়া গ্রামবর্তমান করোনা মহামারি অনেক পরিবারের কর্মসংস্থান কেড়ে নিয়েছে।এমনই একটি পরিবার হলো পঞ্চগড় জেলার,দেবীগঞ্জ থানার,কালীগঞ্জ ইউনিয়নের,কলেজপাড়া গ্রামের শরিফ মোহাম্মদ হোসেনের পরিবার। বিধবা মা,বিবাহ যোগ্য বোন,দুই ছেলে-মেয়ে সব মিলিয়ে পরিবারটির সদস্য সংখ্যা ছয়জন।ছয় সদস্য সংখ্যার এই হতদরিদ্র পরিবারটির কর্মক্ষম মানুষ মাত্র একজন।জনাব শরিফ জীবিকা নির্বাহ করতেন অন্যের কাছ থেকে ভাড়া নেওয়া একটি ভেন গাড়ি চালিয়ে।এই ভাড়া নেওয়া ভেন গাড়ি চালিয়ে তার যা আয় হতো তার চল্লিশ শতাংশ তাকে সেই ভেন গাড়ির মালিকে দিতে হতো।এটি ছিল তার স্বল্প আয়ের উৎস।কিন্তু বর্তমান করোনা মহামারি এবং লাগাতার লকডাউনের কারনে তার আয় অর্ধেকে নেমে এসেছে।এমতো অবস্থায় তার মায়ের পেটে টিউমারের মতো কঠিন রোগ দেখা দিয়েছে।মায়ের ওষুধ পত্র, বোনের বিয়ে,সংসারের খরচ সব মিলিয়ে পরিবারটির পথে দাড়ানোর মতোন অবস্থা হয়েছে।তার মেয়ে মিতু সেলাইয়ের কাজ শিখেছে করোনা মহামারি আগে কিন্তু নিজেদের কোনো সেলাইমেশিন না থাকায় মেয়েটি তার প্রতিভা কাজে লাগাতে পারে নি। আল্লাহর রহমতে এই সেলাই মেশিন তাদের একটি নতুন আয়ের উৎস তৈরি করবে। আল্লাহ তায়ালা তাদের রোজগারে বরকত দিন এবং আমাদের প্রচেষ্টাকে কবুল করুন। আমিন।